হ্যালো, কী খবর?
বেখবর।
তোমাকে দেখি না বহুদিন …
ভুলে যাচ্ছি মনে হয়!
হা হা, জানি,
আমারও একই অনুভূতি।
আচ্ছা, মনে রাখা কি জরুরি?
নাহ্, হয়তো ঠিক ততোটা নয়।
এটা উচ্চারণ করাও জরুরি নয় …
তাও ঠিক।
আমি আগে স্ক্রিপ্ট পাইনি তো;
বলো –
তাহলে চলো দেখা করি …
শূন্যস্থান পূরণ ছোটবেলায় আমি ভালো পারতাম না,
বড় হবার পর কিছুটা শিখেছি –
তোমার এখনও বাকি আছে দেখছি!!!
তাইতো দেখছি।
আমি সাতক্ষীরায় এসেছি।
হুম, ফেইসবুকে দেখেছি।
ভেবেছিলাম ভালো লাগবে।
কিন্তু কী আশ্চর্য, একেবারেই লাগছে না!
কেন?
বাড়ি ফিরতে খুব মন চাইছে।
তাহলে ফিরছ না কেন?
আমার বলার অপেক্ষায় থাকতে কে বলেছে?
আশা করছি আজকে সন্ধ্যায় রওনা দেব।
কবি সাহেব,
সকালে চা খেয়েছ সুন্দর করে?
তুমিও বললে!!!
আচ্ছা যাও খাচ্ছি।
আমার পক্ষ থেকে এক কাপ বেশি করে খেয়ে নিও।
আমি চা মিস করছি।
আমার এখানে বিচ্ছিরি এক কাপ অফিসের চা।
আমি লেবু চা মিস করছি;
সেই সাথে তোমাকেও –
কেন জানি এই সকালে …
বাসায় গিয়ে ওইটা খাবো সবচেয়ে আগে।
তোমার সাথে দেখা হবে আগামী বছর!
ফিরে গিয়েই শনিবার আবার যাত্রা,
ফিরব একবারে একত্রিশে
হয়তো,
যদি বেঁচে থাকি।
কোথায় যাও আবার?
কোথায় যাও এত?
মাঠকর্ম।
এই শীতে, এই করোনায়?
এজন্যই বললাম,
বাড়ি ফিরতে খুব মন চাইছে;
ভালো লাগছে না একটুও –
একেবারে বিধ্বস্ত অবস্থা।
কে এত নিষ্ঠুর হলো তোমার প্রতি?
হা হা,
জ্বরঠোসা উঠেছে, হাসতে পারছি না।
প্রতিদিন এত এত মানুষের সাথে কথা,
গলাও শেষ।
চুমু খেতে পারবো না বলে
লিপজেল কিনে দিতে চাই –
তবে তার মেয়াদ আছে কেবল এবছর।
চুমু?
বাবারে!
নাম শোনোনি আগে!!!
বাবা বলেনি?
হাহা, ধন্যবাদ –
অফার জমিয়ে রাখলাম,
পরে রিডিম করবো লাগলে।
ইউ আর মোস ওয়েলকাম।
যাই কাজের প্রস্তুতি নেই।
ইশ, এখানে খাবার
কী যে মশলাদার,
ভারী যন্ত্রণা …
আচ্ছা ম্যাডাম,
আপনি কোন অপশন রিডিম করতে চান?
এক না দুই?
লিপজেল অপশনটাই চলবে আপাতত।
আপনি অত্যন্ত ভালো একটি অপশন বেছে নিয়েছেন,
গুড চয়েস।
তবে,
আপনার ইশারা কিন্তু বিভ্রান্তিকর –
মশলাদার বটে!
ওটায় বিভ্রান্ত হবার আশংকা আছে
তাই সাবধান!!!
আচ্ছা, মশলা ফুরোলে ফোন দিও, –
থুক্কু মেসেজ দিও।
যাই কাজে,
অলরেডি দশটা বেজে যাচ্ছে …
উহুঁ, বিশ মিনিট বাকি আছে!!!
দুই মিনিট থেকে যাও আমার সাথে,
এতে সাতক্ষীরার ঘেরগুলো ডুবে যাবে না।
অবুঝ রমণী …